আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউদ্বোধনউৎসবজেলার খবরবিনোদনসাংস্কৃতিক অনুষ্ঠান

দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা হল ছোট জাগুলিয়া মনমোহন অ্যাকাডেমি এবং গোবেড়িয়া আবাদ প্রাথমিক বিদ্যালয়ে

নীরেশ ভৌমিক : সম্প্রতি দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে গত ২৬শে মার্চ (বুধবার) ছোটো জাগুলিয়া মনমোহন অ্যাকাডেমি এবং ২৮ শে মার্চ (শুক্রবার) গোবেড়িয়া আবাদ প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল দুটি বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা বা স্কুল থিয়েটার ওয়ার্কশপ।

দুটি কর্মশালারই তত্ত্বাবধানে ছিলেন “দৃষ্টি” র কর্ণধার মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য মহাশয়। পশ্চিমবঙ্গের জেলাস্তরের নাট্য দলগুলির মধ্যে দত্তপুকুর দৃষ্টি বর্তমানে অন্যতম জনপ্রিয় ও সর্বজনবিদিত একটি দল।

১৯৯০ সালে দল গঠনের পর থেকেই বিভিন্ন গঠনমূলক ও সংস্কৃতিমূলক কর্মকান্ডের মাধ্যমে ‘দৃষ্টি’ আজ বাংলা থিয়েটার চর্চার জগতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালাকে কেন্দ্র করে দুইদিনই ছাত্র ছাত্রী দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বর্তমান ‘বিদ্যালয় শিক্ষা নীতি’ অনুযায়ী পাঠ্য বিষয়ের সাথে সাথে নাচ, গান, থিয়েটার, আবৃত্তি প্রভৃতি

সহপাঠক্রমিক বিষয়গুলি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খুবই উপযোগী, সেই দিক থেকে দত্তপুকুর ‘দৃষ্টি’র এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শুধু মাত্র নাটক মঞ্চস্থ করাই নয় নিয়মিত শিশু নাট্য কর্মশালা, বাৎসরিক নাট্য উৎসব,

অঙ্কন প্রতিযোগিতা, বিশ্ব পরিবেশ দিবস ও আরও বিভিন্ন সংস্কৃতি মূলক অনুষ্ঠানের পাশাপাশি সমাজের সর্বস্তরের শিশুদেরকে অবৈতনিক ও নিয়মিত ভাবে থিয়েটার প্রশিক্ষণের মতো এক মহান গুরু দায়িত্ব পালন করে চলছে তারা।

বর্তমান সমাজের সাংস্কৃতিক অবক্ষয়ের বিরুদ্ধে “দৃষ্টি”র এই প্রচেষ্টা সত্যিই আশাব্যঞ্জক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *