দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল ৫ দিন ব্যাপি এক অভিনব নাট্য কর্মশালা

নীরেশ ভৌমিক : সম্প্রতি দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে ‘দৃষ্টি’র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র শিল্পশালায় আয়োজিত হল ৫ দিন ব্যাপি এক অভিনব নাট্য কর্মশালা। গত ১৭ ই ডিসেম্বর, বুধবার থেকে শুরু হওয়া এই নাট্য কর্মশালাটি চলে গত ২১শে ডিসেম্বর, রবিবার পর্যন্ত।

প্রতিদিন দুপুর ৩টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রায় ৪১ জন বিভিন্ন বয়সের শিশুদের অংশগ্রহণে মুখরিত ছিল ‘দৃষ্টি’র শিল্পশালা। এই কর্মশালায় নাটকের বিভিন্ন কারিগরি দিক গুলি শিশুদের সামনে তুলে ধরা হয়।

এবারের এই নাট্য কর্মশালাটির তত্ত্বাবধানে ছিলেন অদ্রীশ রায়, ঐশী ভট্টাচার্য্য, অহনা দাস, গার্গী ভট্টাচার্য্য এছাড়াও সহযোগিতায় ছিলেন দলের অন্যান্য নাট্যকর্মীরা। এধরণের নাট্য কর্মশালার আয়োজন দত্তপুকুর “দৃষ্টি” এর আগেও বহুবার করেছে এবং সকলেই এই সংস্কৃতিমূলক কাজকে সাধুবাদ জানিয়েছেন,

বিশেষ করে কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের অবিভাবকেরা দত্তপুকুর দৃষ্টির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন, তাঁদের মতে পড়াশোনার সাথে সাথে এইরকমের নাট্যচর্চা তাঁদের সন্তানদের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাবে।

নাট্য কর্মশালার শেষ দিন অর্থাৎ রবিবার দত্তপুকুর ‘দৃষ্টি’র কর্ণধার মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য ‘দৃষ্টি’র আগামী নাট্য উৎসবের ঘোষণা করেন যেটি চলবে আগামী ১২ই ফেব্রুয়ারী ২০২৬ থেকে ১৫ই ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত

এবং সেই উপলক্ষে উপস্থিত সকল দর্শক ও অবিভাবকদেরও তিনি আগাম আমন্ত্রণ জানিয়েছেন এবং একই সাথে তাঁরাও এই আগাম নাট্য উৎসবকে কেন্দ্র করে উৎসাহ দেখিয়েছেন।










