অনুষ্ঠানঅন্যান্য।জেলার খবর

দাদু-ঠাকুরমার স্মৃতিতে চাঁদপাড়ার দুস্থ মানুষজনকে কম্বল প্রদান সাহা পরিবারের

নীরেশ ভৌমিক : প্রয়াত ঠাকুরদা আশুতোষ সাহা ও ঠাকুরমা কমলা সাহার স্মরণে এলাকার দুঃস্থ মানুষজনদের হাতে কম্বল তুলে দিলেন চাঁদপাড়ার সাহা পরিবারের সদস্য’গণ।

গত ৭ ডিসেম্বর গাইঘাটার মন্ডলপাড়া হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল কুমার সাহার বসতবাড়ি অঙ্গনে তার ইঞ্জিনিয়ার পুত্র অনিন্দ্য সাহার ব্যবস্থাপনায় শতাধিক দরিদ্র মানুষজনকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

শুধু কম্বল’ই নয় সেইসঙ্গে কিছু প্রসাধনী সামগ্রী ও খাবারের প্যাকেট প্রদান করা হয়।বনগাঁ মহাকুমা বিদ্যুৎ দফতরের ইঞ্জিনিয়ার অনিন্দ্য বাবু এদিন নিজে উপস্থিত থেকে এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা দুঃস্থ মানুষজনের মধ্যে কম্বল ও খাবার প্রদান করেন।

কম্বল ও অন্যান্য সামগ্রী আগত মানুষজনের হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান অনিন্দ্য বাবুর শিক্ষক পিতা দুলাল বাবু ও স্নেহময়ী মাতা ইতা দেবী, ছিলেন অনিন্দ্যবাবুর বৌদি বিশিষ্ট নৃত্যশিল্পী মৌ সাহা ও ছোট ভাইজি ভিয়ানা সহ প্রতিবেশীগণ।

শীতের মরশুমে শীত বস্ত্র কম্বল পেয়ে অতিশয় খুশি দরিদ্র মানুষজন। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন অনিন্দ বাবু তথা সাহা পরিবারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *