খেলাজেলার খবর

দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল মছলন্দপুরের পদাতিক মঞ্চে

নীরেশ ভৌমিক : ১৬সেপ্টেম্বর মছলন্দপুরের পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হল একটি দাবা চ্যাম্পিয়নশিপ।

চেস মাস্টারমাইন্ড-এর আয়োজনে ও মছলন্দপুর ইমন মাইম সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৪২ জন দাবাড়ু অংশগ্রহণ করে।

এদিনের প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী স্বপন চক্রবর্ত্তী এবং শ্রী প্রীতিলাল মন্ডল। বিশেষ অতিথি ছিলেন শ্রীমতি রিনা মজুমদার।

চেস মাস্টারমাইন্ড এর তরফে অনিশা বিশ্বাস, স্বেতা দাস ও স্নেহা ঘোষ সমস্ত আয়োজনটি সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে বিশেষ ভূমিকা পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *