দুর্নীতিমুক্ত ভারত গড়ার ডাক! কলকাতা সীমান্তে FVT BSF-এর উদ্যোগে ‘সতর্কতা সচেতনতা সপ্তাহ’
পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : দেশজুড়ে ‘সতর্কতা সচেতনতা সপ্তাহ’-এর আবহে এবার সরব হলো সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF)। গত ২৭শে অক্টোবর থেকে শুরু হওয়া এবং ২রা নভেম্বর পর্যন্ত চলা এই বিশেষ সপ্তাহ উপলক্ষে BSF, কলকাতা আঞ্চলিক সদর দপ্তর সীমান্ত নিরাপত্তা বাহিনী, কলকাতার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের কাছে দুর্নীতিমুক্ত সমাজের বার্তা পৌঁছে দিচ্ছে এবং ই-শপথ গ্রহণ করাচ্ছে।

এবারের সতর্কতা সচেতনতা সপ্তাহের মূল ভাবনা হল— “সতর্কতা: আমাদের ভাগ করা দায়িত্ব।” এই থিমের ওপর জোর দিয়ে BSF সাধারণ মানুষকে অবগত করেছে যে, দুর্নীতি আমাদের দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই দেশের প্রতিটি নাগরিককে সর্বদা সততা ও নিষ্ঠার সর্বোচ্চ মানদণ্ডের প্রতি সজাগ এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।

অধিবেশন চলাকালীন, BSF এর পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নাগরিকদের ভূমিকা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়:
১. গর্বিত নাগরিকদের সততা ও সত্যবাদিতার সাথে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা উচিত।
২. আমাদের কারও কাছ থেকে কোনও প্রতিক্রিয়া চাওয়া বা দেওয়া উচিত নয়।
৩. সমস্ত কাজ সততা ও স্বচ্ছতার সাথে করা উচিত।
৪. আমাদের জনস্বার্থে কাজ করা উচিত।
৫. ব্যক্তিগত সততা প্রদর্শন করে আমাদের একটি উদাহরণ স্থাপন করা উচিত।

BSF-এর এই উদ্যোগটি সাধারণ মানুষের মধ্যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞেরা মনে করছেন, দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত এই বাহিনীর পক্ষ থেকে এমন নৈতিক বার্তা দেশের অভ্যন্তরেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে।









