দেগঙ্গার জীবনপুরে সার ব্যবসায়ীদের সাথে ইফকোর সভা
নীরেশ ভৌমিক : দেশের বৃহত্তম সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোম্পানীর (IFFCO) উদ্যোগে গত ২৩ জানুয়ারি ব্লকের ঘুচরো সার ব্যবসায়িদের “সাথে এক সভা অনুষ্ঠিত হয় দেগঙ্গা থানার জীবনপুরে। দেগঙ্গার সিএ ডিপি এফং এক্স সি, এস লিমিটেড এর ব্যবস্থাপনায় এদিনের সার ও কৃষি বিষয়ক আলোচনা সভায় ৩৪ জন খুচরো সার ব্যবসায়ি উপস্থিত ছিলেন।
সভায় ইফাকোর জেলা ফিল্ড ম্যানেজার এবং বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ মিঃ রীতেশ ঝা ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডি এ পি (তরল) সার কৃষিতে ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং এই তরল সার ন্যানো ডিএপি জমি ও ফসলে ব্যবহারের পদ্ধতি সমবেত ঘুচরো সার বিক্রেতাদের সামনে তুলে ধরেন।
সেই সঙ্গে ইফকোর সাগরিকা, প্রাকৃতিক পটাশ, বায়ো ফার্টিলাইজার ইত্যাদি সারের ব্যবহার এবং গুরুত্ব বিষয়েও আলোচনা করেন। আলোচনা শেষে ঘুচরো সার ব্যবসায়ীগন ইফকোর এই উদ্যোগকে সাধুবাদ জানান।