আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরসর্ম্বধনা

নববর্ষে ডেওপুলের মিশন তপবনে মিলনোৎসব

নীরেশ ভৌমিক : বিগত বছরের মত এবারও গত ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ উপলক্ষে গাইঘাটার ডেওপুল মিশন তপবনে চড়ুইভাতি ও নানা অনুষ্ঠানে মিলিত হন মিশনের সদস্য ও অনুরাগীগণ।

এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশো ভক্তজন মিশন অঙ্গনে এসে উপস্থিত হন। মিশন পরিচালিত বিদ্যামন্দিরে শিক্ষক ও শিক্ষার্থীগণও উৎসবে অংশ নেন।

বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সম্পাদক নলিনী রঞ্জন সানা, প্রধানা শিক্ষিকা পম্পা রায়, শিক্ষক প্রদীপ বিশ্বাস, পিন্টু সমাদ্দার প্রমূখ। মিশনের প্রাণপুরুষ সুভাষ মহন্ত সকলকে স্বাগত জানান ও নানা উপহারের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান। মিশনের কর্ণধার সুভাষ মোহন্ত তাঁর বক্তব্যে মিশন ও বিদ্যামন্দিরের ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন।

প্রদীপ প্রোজ্জ্বলন ও গায়ত্রী মন্ত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শিক্ষার্থীগণ সংগীত, আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন। কচি-কাঁচা পড়ুয়াদের পরিবেশনায় রবি ঠাকুরের বীরপুরুষ নৃত্যনাট্য সকলের প্রশংসা লাভ করে।

সকলের জন্য ওঁ কার ধ্বনি ও মহিলাদের শঙ্খ বাদন প্রতিযোগিতা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। ছোটদের জন্য ছিল মেমরি টেস্ট প্রতিযোগিতা। চড়ুইভাতি শেষে অপরাহ্ণে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এদিনের মিলন উৎসবের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *