আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদন

নববর্ষে মিশন তপবনের মিলন উৎসব ও চড়ুইভাতি

নীরেশ ভৌমিক : বিগত বচরগুলির মতো এবারও ইংরেজি নববর্ষের প্রথম দিন মিলন উৎসব ও চড়ুইভাতির আয়োজন করে গাইঘাটার ডেওপুলের মিশন তপোবন কতৃপক্ষ। পয়লা জানুয়ারির(২০২৬)সকালে মিশনের সদস্য ও শুভকাঙ্খীগন মিশনের প্রাণপুরুষ সুভাষ মহান্তর নেতৃত্বে বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিথারী ফুটবল মাঠে সমবেত হন।

সেখানে আয়োজিত মিলন উৎসব ও চড়ুইভাতিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মিশনের সদস্য ও হিতাকাঙ্খী শ’দুয়েক সুধীজন অংশগ্রহণ করেন। মিশনের কর্নধার সুভাষবাবু সকলকে স্বাগত জানান। সকালের প্রাতরাশ সেরে স্থানীয় যুবক সুমন পাল ও শ্রী মহন্তর নেতৃত্বে সমবেত সকলে বিথারি এলাকার প্রাচীন কালীমন্দির,

ব্রিটিশ রাজত্বে নীলকর সাহেবদের আস্তানা এবং রানী রাসমণি ও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পদধূলি ধন্য বিথারির বাসিন্দা রানী রাসমনির জামাতা মাথুর বাবুর বাসভবন,ইছামতী পার্শ্বস্থ বাওর ইত্যাদি স্থানগুলি ঘুরে দেখেন। এলাকার প্রাকৃতিক পরিবেশ ও বিস্তির্ণ কৃষি ক্ষেত্রে হলদে সর্ষে ফুলের সমারহো আগত সকলের মন জয় করে নেয়।

এলাকা পরিক্রমা শেষে সকলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হন। নববর্ষের শুভ লগ্নে মিশন তপোবনের আয়োজিত এই বনভোজন ও মনোজ্ঞ অনুষ্ঠানের প্রশংসা করে বক্তব্য রাখেন সাংবাদিক তপন মন্ডল ও সুদিন গোলদার।ছোটরা সংগীত,নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।

ছোট শ্রীহান এর নৃত্যানুষ্ঠান ও বর্ষীয়ান তারাশংকর আচার্যর স্বরচিত কবিতা পাঠ সমবেত সকলের প্রশংসা লাভ করে। বারাসাত থেকে আগত ভক্তরা এবং স্থানীয় পূর্নজ্যোতি যোগ সেন্টারের পক্ষ থেকে শ্রী মহন্তকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। পরিশেষে সকলে মধ্যাহ্নভোজনে অংশ নেন।উদ্যোক্তারা বহুপদে সকলকে আপ্যায়িত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *