জেলার খবরস্বাস্থ্য

নানা অনুষ্ঠান ও অসংখ্য গুণীজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হল চাঁদপাড়া সিএসসিটির স্বাস্থ্যমেলা

নীরেশ ভৌমিক : গাইঘাটা ব্লকের অন্যতম সমাজসেবি সংগঠন চাঁদপাড়া সানাপাড়ার তপশিলী জাতি ও উপজাতি উন্নয়ন সংস্থার সিএসসিটি’র পরিচালনায় এক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হল গত ৬-৭ জানুয়ারি।

সংস্থা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দু’দিন ব্যাপী আয়োজিত স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন গাইঘাটার নবাগত বিডিও নীলাদ্রি সরকার, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি ও সহ-সভাপতি গোবিন্দ দাস প্রমুখ বিশিষ্টজন।

এলাকার সাধারণ মানুষের সেবায় এ ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান বিশিষ্ট ব্যক্তিবর্গ। দু’দিন ব্যাপী অনুষ্ঠিত স্বাস্থ্য মেলায় বিশিষ্ট চিকিৎসক’গণ আগত রোগীগণের স্বাস্থ্য পরীক্ষা করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

ছিল রক্ত পরীক্ষা, আকু পাংচার, থেরাপি, ক্যান্সার ডায়েট বিষয়ক এবং ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক তাৎক্ষণিক আলোচনা সভা। এদিন ছিল বেস্ট লোকাল ও বেস্ট ভোকাল প্রতিযোগিতা। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথম দিন স্বচ্ছতা পুকারে ফাউন্ডেশনের কর্ণধার গৌরব আনন্দ পরিবেশের উপর আলোচনা করেন। দ্বিতীয় দিন মুম্বাই থেকে আগত ভারতবর্ষের একমাত্র জেনেটিক স্বাস্থ্য বিশেষজ্ঞ পদ্মশ্রী মনোনীত চিকিৎসক ডাঃ রবি ভায়রাগাদি মূল্যবান বক্তব্য রাখেন।

এদিনের আয়োজিত রক্তদান শিবিরে ৩৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন, সন্ধ্যায় বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গুণীজন সংবর্ধনা এবং রাতে অনুষ্ঠিত ঘরোয়া ও বহিরাগত শিল্পীগণ পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার বহু সংস্কৃতি ও সংগীত প্রেমী মানুষজনের উপস্থিতি চোখে পড়ে।

চাঁদপাড়ার সিএস সি টি আয়োজিত দু’দিনব্যাপী স্বাস্থ্য শিবির ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বহু মানুষের উপস্থিতিতে সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *