আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবর

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৯তম স্বাধীনতা দিবস পালন করলো মছলন্দপুর ইমন মাইম সেন্টার

নীরেশ ভৌমিক :- মছলন্দপুর ইমন মাইম সেন্টার নানারকম কর্মসূচি ও অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করল ৭৯তম স্বাধীনতা দিবস। ভারত সরকারের “হর ঘর তিরাঙ্গা” অভিযানের অংশ হিসেবে ইমন মাইম সেন্টার স্থানীয় সমস্ত বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি ১০আগষ্ট ইমনের ছোট্ট বন্ধুদের নিয়ে একটি “জাতীয় পতাকা অঙ্কন” অনুষ্ঠানের আয়োজন করে।

এই অনুষ্ঠানে ইমের ৭০ জন ছোট্ট বন্ধু জাতীয় পতাকা-কে কেন্দ্র করে ছবি ফুটিয়ে তোলে নিজদের মনের মত করে। এরপর ১১আগষ্ট ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র, EZCC-এর আমন্ত্রণে গোবরডাঙা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে আয়োজিত “হর ঘর তিরাঙ্গা” শীর্ষক অনুষ্ঠানে ধীরাজ হাওলাদার-এর পরিচালনায় মূকাভিনয় “মেরা ভারত মহান” মঞ্চস্থ করে।

স্বাধীনতা দিবসের পূর্বদিন ১৪আগস্ট ইমনের বন্ধুরা হাবড়া গার্লস হাইস্কুল এর ছাত্রীদের মধ্যে জাতীয় পতাকা সমদ্ধে সচেতনতা প্রচার করে এবং সকলের হাতে জাতীয় পতাকা তুলে দেয়। স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫আগষ্ট এর সকালে মছলন্দপুর এর পদাতিক মঞ্চে উপস্থিত হন ইমনের বন্ধুরা।

উত্তোলিত হয় ভারতের জাতীয় পতাকা। পতাকা উত্তোলন করেন ইমনের সম্পাদক জয়ন্ত সাহা। স্বাধীনতা দিবস পালনের গুরুত্ব ও স্বাধীনতা আন্দোলনে বীর শহীদদের স্মরণ করে আলোচনা করেন পরিচালক ধীরাজ হাওলাদার।

দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করে ছোট্ট বন্ধু মিশমি রায়। সমগ্র অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন সৃজা হাওলাদার, অনুপ মল্লিক, সায়ন প্রামাণিক, সোমা হাওলাদার সহ ইমনের অনেক বন্ধুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *