আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

খেলাজেলার খবরডিফেন্স নিউজপ্রতিভার সন্ধানেসর্ম্বধনা

নারীর আত্মরক্ষার দীপ্ত আলোয় ‘দশভূজা’ : বনগাঁয় সম্মানিত আত্মরক্ষার অগ্রদূতরা

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : নারী কেবল সহনশীলতার প্রতিমূর্তি নন, তারাই শক্তি, সাহস ও আত্মমর্যাদার জীবন্ত রূপ। সেই চিরন্তন সত্যকেই বাস্তবের মাটিতে প্রতিষ্ঠিত করার এক দৃপ্ত প্রয়াস দেখা গেল বনগাঁয়। নারী তথা নারী সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য হেলেঞ্চা এটিএস একাডেমীর তাইকন্ডো প্রশিক্ষক জহিরুল ইসলাম বিশ্বাস এবং তাঁর দুই সুযোগ্যা ছাত্রী কাজল মন্ডল ও মৌমিতা বিশ্বাস, এবং বনগাঁর ক্যারাটে প্রশিক্ষক শিহান সুব্রত দত্ত ও তাঁর চারজন কৃতী ছাত্রী মৌসুমী বিশ্বাস, পুস্পিতা সরকার, অর্পিতা বিশ্বাস ও দাইতা মিত্র মিলে মোট দু’জন কোচ ও ছয় জন ছাত্রীকে সেল্ফডিফেন্সে অসামান্য দক্ষতার স্বীকৃতি প্রদান করা হলো।

পশ্চিমবঙ্গ পুলিশের ‘দশভূজা’ প্রকল্পের অধীনে এই সকল আত্মরক্ষার অগ্রদূতদের হাতে সদনপত্র তুলে দিয়ে তাঁদের সম্বর্ধনা জ্ঞাপন করেন বনগাঁ পুলিশ জেলার সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ দীনেশ কুমার (আইপিএস)। এই সম্মাননা কেবল একটি সার্টিফিকেট নয়, এ এক সামাজিক অঙ্গীকার, যেখানে নারী নিজেই তার নিরাপত্তার প্রথম প্রহরী।

বনগাঁর নীল দর্পণ হলের ললিত মোহন স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত জেলা পুলিশের এই বিশেষ অনুষ্ঠানে সমাজের নানা স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানের তাৎপর্য আরও গভীর করে তোলে। মঞ্চে উপস্থিত ছিলেন এসপি দীনেশ কুমার (আইপিএস), প্রাক্তন বিধায়ক তথা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিত দাস, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার, পাশাপাশি বনগাঁ পুলিশ জেলার বিভিন্ন থানায় দায়িত্বপ্রাপ্ত এসডিপিও, আইসি ও ওসি সাহেবগণ।

বক্তৃতায় উঠে আসে এক স্পষ্ট বার্তা, আইন শুধু শাস্তি দেয় না, আইন সচেতনতা ও আত্মবিশ্বাসও গড়ে তোলে। ‘দশভূজা’ প্রকল্প সেই আত্মবিশ্বাসেরই আধুনিক রূপ, যেখানে নারী শিখছে প্রতিরোধ করতে, আত্মরক্ষা করতে এবং প্রয়োজনে নেতৃত্ব দিতে।

এই সম্মাননা অনুষ্ঠানের মধ্য দিয়ে বনগাঁ আজ সাক্ষী থাকল এক নতুন সমাজচিন্তার, যেখানে নারীকে রক্ষা করার দায় শুধু প্রশাসনের নয়, বরং নারী নিজেই হয়ে উঠছেন নিজের শক্তির উৎস। দশ হাতে দশ শক্তি নিয়ে, ভয়ের অন্ধকার ভেদ করে এগিয়ে চলার এই অভিযাত্রাই আগামী দিনের নিরাপদ সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *