আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদনসর্ম্বধনা

নেতাজি পল্লী জুনিয়র ইংলিশ মিডিয়াম স্কুল ‘প্রজ্ঞা’ অন্যতম

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী পালনকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের মাধ্যমে বার্তা দিল বাগদা ব্লকের মধ্যে অন্যতম নেতাজি পল্লী জুনিয়র ইংলিশ মিডিয়াম স্কুল

‘প্রজ্ঞা’ তুলনামূলক অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলের থেকে মোটেও পিছিয়ে নেই বরং এগিয়ে রয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বিধায়িকা মধুপর্ণা ঠাকুর, পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল, তৃণমূল কংগ্রেসের পূর্ব ব্লক সভাপতি পরিতোষ কুমার সাহা,

প্রজ্ঞা জুনিয়র স্কুলের পরিচালক গৌতম চৌধুরী, শিক্ষা কর্মাধ্যক্ষ অরুপ পাল, ভূমি কর্মাধ্যক্ষ্যা প্রতিমা বিশ্বাস, পঞ্চায়েত সদস্য সজল রায়, আনারুল দফাদার, সমাজ সেবক বাসুদেব বিশ্বাস প্রমূখ।

এ সকল বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত থেকে পুরস্কার গ্রহণ নেতাজি পল্লী জুনিয়র ইংলিশ মিডিয়াম স্কুল ‘প্রজ্ঞা’র কৃতি ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানের শুরুতে ব্যাচ, উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে অতিথি বরন করা হয়। অতিথিরা যৌথ ভাবে মঙ্গল দীপ প্রোজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *