আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদনসর্ম্বধনা

পরম্পরা উৎসব ২০২৫’ – ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মনোজ্ঞ সন্ধ্যা

নীরেশ ভৌমিক – গোবরডাঙ্গা, ৮ ফেব্রুয়ারি ২০২৫ : ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের ঐতিহ্যকে তুলে ধরতে গোবরডাঙ্গা টাউন হলে আয়োজন করা হয়েছিল ‘পরম্পরা উৎসব ২০২৫’-এর।

সংগীত ও নৃত্যের এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট অতিথি ও সঙ্গীতপ্রেমী দর্শক। অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শংকর দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি অলিভিয়া পাল (প্রধান শিক্ষিকা, জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল, হাবড়া), সমাজসেবী ও শিক্ষক নন্দদুলাল বসু এবং আশীষ চট্টোপাধ্যায়, পরিচালক, গোবরডাঙ্গা শিল্পায়ন এবং পরম্পরার প্রতিষ্ঠাতা রাজু সরকার।

অনুষ্ঠানের প্রথম অংশে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। নবীন প্রতিভাদের এই উপস্থাপনা ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রতি তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের পরিচায়ক হয়ে ওঠে।

এরপর অতিথিদের পরিবেশনা অনুষ্ঠানকে অন্য মাত্রায় নিয়ে যায়। বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী চিন্ময় পাল তাঁর অসাধারণ নৃত্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

তাঁর পরেই সৃজনশীল নৃত্যে দর্শকদের মন জয় করেন শ্রীমতি সৌমিতা দত্ত বণিক। সঙ্গীতের অংশে আঁকন মজুমদার তাঁর লঘু শাস্ত্রীয় সংগীতের সুরের মাধুর্যে দর্শকদের বিমোহিত করেন।

আর্য শায়ন ভট্টাচার্য তার সুললিত কন্ঠে রবীন্দ্র সঙ্গীতের ধ্রুপদ অঙ্গ পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।অপরদিকে, বিশিষ্ট সন্তুর বাদক অমল চক্রবর্তী সন্তুরের মোহময়ী ধ্বনিতে সন্ধ্যাকে এক অন্যরকম রূপ প্রদান করেন।

নন্দাদুলাল বসু মহাশয়কে পরম্পরার পক্ষ থেকে অনন্য সম্মান প্রদান করা হয় তার কর্মজীবনকে শ্রদ্ধা জানানোর জন্য। পুরো অনুষ্ঠানের নেপথ্যে পরম্পরার প্রতিষ্ঠাতা রাজু সরকার এর ভূমিকা অপরিসীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *