পশ্চিমবঙ্গের কৃষকদের একাধিক সমস্যা সমাধানের লক্ষ্যে ৭ দফা দাবির ভিত্তিতে বাগদার বিডিও সাহেবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দপ্তরে ডেপুটেশন প্রদান বিজেপির
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : কৃষকদের একাধিক সমস্যার কথা উল্লেখ করে তাদের ৭ দফা দাবির ভিত্তিতে গতকাল বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের মাাধ্যমে নবান্যে তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ডেপুটেশন প্রদান করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহঃসভাপতি দেবর্ষি বিশ্বাস।
এই ডেপুটেশন প্রদান কালে দেবর্ষি বাবুর সঙ্গে ছিলেন, বাগদা ১নং মন্ডল সভাপতি সুজয় বিশ্বাস, বাগদার ২নং মন্ডল সভাপতি ডাঃ হরষিৎ বালা, বাগদার ১নং মন্ডল যুব মোর্চার সভাপতি অভিজিৎ সরকার প্রমুখরা। উক্ত ডেপুটেশন প্রদান কারীরা বিভিন্ন প্রকার দাবীদাওয়া সংক্রান্ত প্যাকার্ড ফেস্টুন নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে মিছিল সহকারে বাগদা বিডিও অফিস চত্বরে প্রবেশ করে।
পরে বিডিও সাহেবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান শেষে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি দেবর্ষি বিশ্বাস সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গের কৃষকরা অবর্ণনীয় দুর্দশার মধ্যে আছে, এসব কারণে তারা আত্মহত্যাও করছে বলে তিনি উল্লেখ করেন। কৃষকদের সমস্যা সমাধানের জন্য তিনি ৭ দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশন বিডিও সাহেবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করেন বলে উল্লেখ করেন।