আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

রাজ্য

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটি বিশেষ স্কিমের মাধ্যমে কৃষকদেরকে প্রদান করবে ৫০ হাজার টাকার ঋণ

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য একটি খুশির খবর দিতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। জানা গেছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটি বিশেষ স্কিমের মাধ্যমে কৃষকদেরকে প্রদান করবে ৫০ হাজার টাকার ঋণ। সুত্রে প্রকাশ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কৃষকদের জন্য তত্‍কালীন ঋণ প্রকল্প শুরু করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের অফিসিয়াল টুইটার পেজে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। এই টুইটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কৃষকরা এই প্রকল্পের অধীনে ঋণের জন্য আবেদন করতে পারবেন। এই ঋণের অর্থ ক্রেডিট কার্ড ধারী কৃষকরা কৃষিকাজ ছাড়াও অন্যান্য ব্যক্তিগত কাজেও ব্যবহার করতে পারবেন।

তবে এই ৫০ হাজার টাকা তত্‍কালীন ঋণের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই কৃষক হতে হবে। সব থেকে বড় কথা হল এই ঋণ নেওয়ার জন্য আবেদনকারীকে কোন রকম জিনিস বন্ধক রাখতে হবে না। এছাড়াও এই ঋণ নেওয়ার জন্য লাগবে না কোন গ্যারানটার। এই ঋণ পরিশোধ করার জন্য কৃষক সর্বোচ্চ পাঁচ বছরের সময়সীমা পাবেন। অতি সহজে কিস্তির মাধ্যমে কৃষকেরা এই ঋণ পরিশোধ করতে পারবেন। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে ইচ্ছুক কৃষকগণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে এই ঋণের জন্য আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *