পায়ে পর পর চার গুলি লাগার পরও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন ইমরান খাঁন।
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দুই পায়ে পর পর চারটি গুলি লেগে হাঁটা চলার ক্ষমতা হারিয়ে লুটিয়ে পড়ার পরও কপালজোরে প্রাণে বেঁচে গেছেন পাকিস্থানের প্রাক্তন প্রধান মন্ত্রী তথা স্বনামধন্য ক্রিকেটার ইমরান খাঁন। জানা গেছে, গুলি লাগার পর তাঁকে দ্রুত পাঁজকোলা করে নিয়ে যাওয়া হয় নিকটস্থ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নিয়ে যাওয়া হয় লাহরে। ইতিপূর্বে পাকিস্তানের রক্তক্ষয়ী রাজনীতির বলি হয়েছে, লিয়াকত আলি খাঁন, বেনজির ভুট্টোর মত অনেকে। তবে গুলি খেয়ে কপালজোরে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন সম্ভবতঃ ইমরান খাঁনই।