পারফেক্ট টাইম সাহিত্য ও সংস্কৃতি

আগমনী
ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়
আত্মার গভীরে দু একটা রত্ন কোষ। আমি হাতে তুলে নিয়েছি স্রোত- জ্যোতি। গুহ্যে রেখেছি পাণ্ডুলিপির তৃতীয় অক্ষর।
চক্র সাধনা পলক প্রসঙ্গ। পূর্বাভাস ঘিরে তিন শীর্ষদেশ।
আমার আঙুলে আঙুলে তাই
নীল পদ্ম
ওদিকে ভূর্জে তোমার নাম
শিখর ভাঙায় অরণি সজ্জা
আগুন জ্বলছে – আগুন –
তুমিই তো সেই দেব বন্দিতা…

কবির জন্ম হাওড়ার বালিতে। বাবা ছিলেন একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। ওনার মাও ছিলেন শিক্ষিকা। ১১ বছর বয়সে লেখা শুরু। প্রথম কবিতা ছাপা পনের বছর বয়সে – একটি ছোট পত্রিকায়। কবির উচ্চশিক্ষা ও গবেষণা – পুরোটাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পেশা – অধ্যাপনা। নেশা – শাস্ত্র চর্চা, গান শোনা, গান করা, ছবি আঁকা, টুকটাক লেখালেখি এবং সাংবাদিকতা।











