পারমাদন উত্তর পাড়ার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে জমিয়তে উলামায়ে হিন্দ
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ওমর ফারুকের সাথে ক্যামেরায় ইয়াদ আলী মন্ডল : নদীয়ার নবদ্বীপের শ্মশানে শবদেহ সৎকার করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা সহ তাদের পাশে থাকার অঙ্গীকারে হাত বাড়িয়ে দিয়ে মহান ভারতবর্ষের অটুট সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজীর গড়লেন জমিয়তে উলামায়ে হিন্দ প্রতিনিধি দলের সদস্যরা।
আজ সকালে উক্ত দলের একাধিক সদস্য বাগদার পারমাদন উত্তর পাড়ার অপুরনীয় ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি আন্তরিক ভাবে সমবেদনা জানাতে প্রথম পর্যায়ে ফলমূলের প্যাকেট তুলে দিলেন স্বজন হারা পরিবারের সদস্যদের হাতে।
ওই সময়ে জমিয়তে উলামায়ে হিন্দের প্রতিনিধি দলের সদস্যদের সাথে উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে বাগদা পঞ্চায়েত সমিতির সহঃসভাপতি তরুন ঘোষ, পঞ্চায়েত সমিতির সদস্য, প্রতিমা রায়, হেলেঞ্চা গ্রামে পঞ্চায়েতের সদস্য মাধুরী সরকার প্রমুখরা।