রাজ্য

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি ঠেকাতে জেলাশাসকদের কড়া বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি ঠেকাতে গতকাল জেলাশাসকদের কড়া বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি বিশেষ ভাবে উল্লেখ করেন, পাকা বাড়ির মালিকদের নাম কোনও ভাবেই যেন সুবিধাভোগীদের তালিকায় রাখা না হয়। এই প্রকল্পের ঘর প্রাপকদের তালিকা তৈরি কালে সংশ্লিষ্ট সমীক্ষককে চাপ দিয়ে অনেক ক্ষেত্রে পাকা বাড়িকে কাঁচা বলে দেখানোর অভিযোগ উঠেছে। প্রকৃত সুবিধাভোগীদের নামই যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় স্থান পায় সেদিকে নজর রাখতেই জেলাশাসকদেরকে কড়া বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *