প্রধানমন্ত্রী আবাস যোজোনার ঘর প্রদানে তৃনমুল কংগ্রেসের দুর্নিতির প্রতিবাদে বাগদা গ্রাম পঞ্চায়েতে তালা
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে ওমর ফারুকের রিপোর্ট : প্রধানমন্ত্রী আবাস যোজোনার ঘর প্রদানে তৃনমুল কংগ্রেসের দুর্নিতির প্রতিবাদে বাগদা গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ জনতা।
তারই প্রতিবাদে আজ বাগদা পুরাতন বাজারে আয়োজিত হল বিজেপির সান্ধ্যকালীন পথসভা। এই পথসভা থেকে আজকের বাগদা গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেবার দায় স্বীকার বিজেপি নেতৃত্ব।
সেই সাথে এই পথসভা থেকে আগামী কাল সর্বত্র তৃনমুল কংগ্রেসের দুর্নিতির প্রতিবাদে বাগদা বিডিওতে গন ডেপুটেশন দেওয়ারও ঘোষনা দেন বিজেপি নেতৃত্ব।
এই সান্ধ্যকালীন পথসভায় বিজেপির বিশিষ্ঠ নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন বিধায়ক দুলাল চন্দ্র বর, অমৃত লাল বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, সঞ্জীব পারভেজ, বিপ্লব বিশ্বাস প্রমূখ।