আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানঅরাজনৈতিকরাজ্যস্মরনসভা

প্রয়াত ঠাকুরদা-ঠাকুরমার স্মৃতিতে বস্ত্র বিতরণ চাঁদপাড়ায়

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও গত ৭ ডিসেম্বর প্রয়াত মমতাময়ী ঠাকুরমার স্মৃতিতে বস্ত্র বিতরণের আয়োজন করেন চাঁদপাড়ার বাসিন্দা বিদ্যুৎ দফতরের ইঞ্জিনিয়ার অনিন্দ্য সাহা।

এদিন সকালে নিজ বাসভবন অঙ্গনে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিন্দ্য বাবুর পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল কুমার সাহা ও মাতৃদেবী সহ পরিবারের লোকজন।

ঠাকুরদা প্রয়াত আশুতোষ সাহা ও ঠাকুরমা কমলা সাহার প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান অনিন্দ্যবাবু সহ পরিবারের অন্যান্য সদস্যগণ।সমবেত এলাকার বিভিন্ন গ্রামের শ’দুয়েক অসহায় দুস্থ মানুষজনের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান সমাজসেবি অনিন্দ্য বাবু ও তার বাবা ও মা।

মানুষজনের হাতে শুধু কম্বল নয় খাবারের প্যাকেটও তুলে দেওয়া হয়। শীতের মৌসুমে শীতবস্ত্র পেয়ে অতিশয় খুশি উপস্থিত অসহায় দরিদ্র মানুষজন। এলাকাবাসী সকলেই অনিন্দ্য বাবুর এই মহৎ ও মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *