অরাজনৈতিকজেলার খবর

বনগাঁ মহাকুমা লোক আদালতে একদিনে প্রায় হাজার মামলার নিষ্পত্তি

নীরেশ ভৌমিক : গত ১৪ সেপ্টেম্বর সারা দেশের সাথে বনগাঁ মহাকুমা আদালতেও জাতীয় লোক আদালত বসে। বনগ্রাম মহকুমা লিগাল সার্ভিস কমিটির ব্যবস্থাপনায় এদিন ৬ টি বেঞ্চে আদালতের কাজকর্ম হয়।

এদিনের আদালতে অধিকাংশ ব্যাংকের অনাদায়ি ঋণের মামলা ছাড়াও রাজ্য বিদ্যুৎ দফতর, মোটর ভিকেলস এর বিবাদ সংক্রান্ত কিছু মামলা ছাড়াও আদালতের বকেয়া ছোট ছোট কয়েকটি মামলার নিষ্পত্তি হয়।

বনগ্রাম মহাকুমা আইনি সহায়তা কমিটির সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী জানান, আজ প্রায় হাজার খানেক মামলার নিষ্পত্তি হয়েছে এবং মামলাগুলো থেকে মোট ৫৭ লক্ষ ৭২ হাজার ২৫৭ টাকা সংগৃহীত হয়েছে।

আদালতের বিশিষ্ট বিচারপতি’গণ ছাড়াও কয়েকজন আইনজীবী শিক্ষক, অধ্যাপক ও সমাজকর্মী’গণ এদিন বিচারকের দায়িত্ব পালন করেন।

নিম্নচাপের অবিশ্রান্ত বর্ষণের মধ্যেও মহাকুমা আইনি সহায়তা সমিতি কর্তৃপক্ষের সুচারু পরিচালনায় এদিনের লোক আদালতের সমস্ত কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *