আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবরস্বাস্থ্য

বনগাঁর বল্লভবপুরের কোঠাবাড়িতে অনুষ্ঠিত হল রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির

নীরেশ ভৌমিক ; রক্তের কোন বিকল্প নেই,মানুষের প্রয়োজনে মানুষকেই রক্ত দিতে হয়।তাই রক্তদান জীবন দান। এই আদর্শকে সামনে রেখে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে বনগাঁর কালুপুর অঞ্চলের বল্লভপুর গ্রামের শ্রী শ্রী কালী মায়ের মন্দির কমিটির সদস্যগন।

গত ২১ ডিসেম্বর মন্দির প্রাঙ্গনে অনুষ্টিত রক্তদান শিবিরে কল্যাণী এইমস এর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগন ৭৬জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন।রক্তদাতা দের মধ্যে মহিলাদের উলিস্থিতি ছিল যথেষ্ট।

এছাড়া কলকাতার এম পি বিড়লা আই ক্লিনিক এর চিকিৎসকগন এদিন বল্লভপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের কয়েকশো মানুষের বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা করেন।

এদিনের রক্তদান ও স্বাস্থ্যশিবিরে উপস্থিত গ্রামের মানুষজনের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। অন্যতম সংগঠক দীপক মন্ডল ও রায়গঞ্জ বি.এড কলেজের অধ্যক্ষ ও গ্রামবাসি ডঃ চৈতন্য মন্ডল

প্রমুখের আন্তরিক সহযোগিতায় এদিনের সমস্ত কর্মসূচি সার্থক হয়ে ওঠে।বর্ষিয়ান গ্রামবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক গনেশ মন্ডল জানান,৭ পৌষ কোঠাবাড়ির প্রাচীন কালীমন্দিরে বার্ষিক স্মরন উৎসব উপলক্ষ্যে

মায়ের পুজো অনুষ্ঠিত হবে।আসন্ন এই পুজো ও উৎসব উপলক্ষে আপামর গ্রামবাসীগনের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *