বন্ধন এর সাথে যুক্ত হওয়ার আহ্বান বিশিষ্টজনদের

নীরেশ ভৌমিক : বন্ধন কোন্নগর এর উদ্যোগে এবং বন্ধন ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেডের চাঁদপাড়া বিভাগের ব্যবস্থাপনায় বন্ধন ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম অনুষ্ঠিত হলো গাইঘাটা ব্লকের ঢাকুরিয়া পল্লীবান্ধব সমাজ মিলন কেন্দ্রে।

গত ২০ মার্চ মধ্যাহ্নে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত কর্মসূচীর সূচনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামল বিশ্বাস, চাঁদপাড়ার প্রধান দীপক দাস, সমাজকর্মী উত্তম লোধ, জয়দেব বর্ধন, অভিজিৎ বিশ্বাস, সাগর দাস,

এছাড়াও ছিলেন ব্যাংকের সিনিয়র অফিসার অমিত বণিক ও প্রশান্ত মুখার্জী প্রমুখ। বন্ধন ব্যাংক এর চাঁদপাড়া শাখার প্রবন্ধক মিঃ পিন্টু ধাড়া সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সদস্যগণ উপস্থিত বিশিষ্টজনদের পুষ্পস্তবকে বরণ করে নেন। স্বাগত ভাষণে পিন্টু বাবু বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকে সাধারণ মানুষের সেবায় ব্যাংক কর্তৃপক্ষের বিভিন্ন জনহিতকর ও সেবামূলক কাজকর্মের ইতিবৃত্ত তুলে ধরেন।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে সাধারণ মানুষের সেবায় বন্ধন ব্যাংকের বিভিন্ন কর্মসূচীর প্রশংসা করেন। সেই সঙ্গে সমবেত উপভোক্তাগণকে বন্ধন ব্যাংক এর মাধ্যমে সঞ্চয় করার এবং বন্ধন ব্যাংক এর সাথে সম্পর্ক দৃঢ় করার আহ্বান জানান।

পরিশেষে বিশিষ্টজনদের হাত দিয়ে সেবা উপভোক্তাগণের মধ্যে বেশ উৎসাহ প্রদানে সংস্থার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ডঃ উত্তম কুমার ঘোষের স্বাক্ষরিত শংসাপত্র প্রদান করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপভোক্তা পরিবারের দুই শিশু শিল্পীর মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান ও ব্যাংক ম্যানেজার মিঃ ধাড়ার কন্ঠের কবিতা আবৃত্তি উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।

বন্ধন ব্যাংকের চাঁদপাড়া শাখা আয়োজিত এদিনের লিটারেসি প্রোগ্রামে উপস্থিত উপভোক্তা’গণের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।








