বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীর গৌরব মাখা কৃতিত্ত্বের কথা ছাত্র ছাত্রীদের সাথে শেয়ার করতে আলোচনানুষ্ঠান বিএসএফের
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার গৌরব কর্মকারের সাথে ক্যামেরায় উৎস সাহা : বাগদা, বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বছরভর বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে সমগ্র ভারতবর্ষে। তারই ধারাবাহিকতায় আজ বিএসএফ ইনেস্পক্টর অশোক কুমার থাপা উক্ত স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন ভবানীপুর পল্লী মঙ্গল বিদ্যাপীঠে।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হলেও তিনি উক্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর গৌরব মাখা কৃতিত্ত্বের কথা ছাত্র ছাত্রীদের মাঝে অতি সন্মানের সঙ্গে শেয়ার করেন। তিনি গর্বের সঙ্গে বলেন, এই দিনে অর্থাৎ ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ঠিক এই দিনটিতেই পাকিস্তানী সেনানায়ক লিখিত ভাবে নিঃশর্ত আত্মসমর্পণ করেন ভারতীয় সেনাবাহিনীর কাছে।
ভারতীয় সেনাবাহিনীর আত্মত্যাগের বিনিময়েই ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই আলোচনানুষ্ঠানে উদ্দেশ্যে বিএসএফের ইনেস্পক্টর অশোক কুমার থাপা এলাকার ঐতিহ্যমন্ডিত শিক্ষা প্রতিষ্ঠান ভবানীপুর পল্লী মঙ্গল বিদ্যাপীঠে আসলে তাঁকে ফুলের তোড়া ও জাতীয় পতাকা প্রদানের মাধ্যমে সন্মান জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী।
ওই সময়ে বিশিষ্টব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক তথা এলাকার অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুপ বিশ্বাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।