রাজ্য

বাগদা ব্লকে সোনা উদ্ধারে রেকর্ড গড়লো বিএসএফের ৬৮নং ব্যাটলিয়নের জওয়ানরা

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকে সোনা উদ্ধারে রেকর্ড গড়লো বিএসএফের ৬৮নং ব্যাটলিয়নের জওয়ানরা। আজ সকাল আটটার নাগাত কুলিয়া কালিতলা ঘাট এর খানিকটা আগে গাবতলায় কৃষি কাজের উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ফেরার সময় ৯ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করেছে রনঘাট বিএসএফ ক্যাম্পের জওয়ানরা।

জানা গেছে, কুলিয়া গ্রামের মৃত আনসার মন্ডলের ছেলে নাজিম মন্ডল(৩১) সোনার বার ও বিস্কুট গুলো কোমরে বাধা বেল্ট জাতীয় বস্তুতে বাধা বেশ ভারী কিছু বস্তু নিয়ে বেড়াহীন সীমান্তের নদীর সীমানা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিলো।

বিএসএফের ওপি পার্টির দ্বায়িত্বে থাকা সিটি রাজু কুমার ও এইচ সি বীর চন্দ্র দেববর্মা নাজিমের দেহ তল্লাসী করতেই তার কোমরে পাওয়া যায় ৮১ পিস সোনার বিস্কুট ও সোনার বার। বাগদা থানার বাংলাদেশ সীমান্তে কর্মরত বিএসএফের ৬৮নং ব্যাটলিয়নের জওয়ানদের ঝড়ো ব্যাটিং-এ যেন এলাকার চোরাচালানীরা রীতিমত হচ্ছে তছনছ।

ফাইল চিত্র

মাত্র ১ সপ্তাহের ব্যাবধানে প্রায় ১৫ কেজি সোনা উদ্ধারের ঘটনা রীতিমত জোর প্রশংসার দাবিদার হয়েছেন এই সীমান্তে কর্মরত কতিপয় বিএসএফের অফিসার। বাগদায় ইতিহাস গড়লো বিএসএফের ৬৮নং ব্যাটলিয়ন।

সেই সাথে জোর প্রশংসা কুড়াচ্ছেন বিএসএফের ৬৮নং ব্যাটলিয়নে সীমান্তে কর্মরত অফিসারদের সুযোগ্য নেতৃত্ব প্রদান ও নেপথ্য নির্দেশনায় চির উজ্জ্বল ব্যাটলিয়নের সিও যোগেন্দ্র আগোরওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *