বাগদা সমবায়ে ৪৪শে ৪২ তৃণমূল। এবারও তৃণমূলের দখলেই থাকলো বাগদা এলএস পিসিএসিএস লিমিটেড
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা এলএস পিসিএসিএস লিমিটেডের ভোট হয়ে গেল গত শনিবার। এখানে মোট আসন সংখ্যা ছিল ৪৪টা। এই ৪৪টা আসনের মধ্যে ৩৫টা আসনে তৃনমূল কংগ্রেসের প্রার্থী বিনা প্রতিদ্বিতায় জয়লাভ করে। বাকী ৯টা আসনে গত শনিবার ভোট হয় সেখানেও ৭টা আসনে জয়লাভ করে তৃনমূল কংগ্রেস ১টা পায় বিজেপি এবং বাকি ১টা পায় নির্দল।
ইতি পূর্বেও বাগদা এলএস পিসিএসিএস লিমিটেডের বোর্ড ছিল তৃনমূল কংগ্রেসের দখলেই। এই সমবায় ভোটকে ঘিরে এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবী বর্তমানে বাগদায় পদ্মশিবির তাঁদের রাজনৈতিক জমি হারাতে হারাতে দেউলিয়া। অস্তিত্ব সংকটে ভুগছে তাঁরা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থীই খুজে পাই না পদ্ম-শিবির।
১০টা গ্রাম নিয়ে এই বাগদা সমবায়। তার মধ্যে ৮টা গ্রামেই পদ্ম-শিবির ব্যার্থ হয়েছিল প্রার্থী দিতে। কেবলমাত্র ২টা গ্রাম বারাণসীপুর ও দেহালদহে কোনক্রমে প্রার্থী দিয়েছিল তারা। অবশ্য বাগদার বিজেপি নেতৃত্বের দাবী বাগদার তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের হুমকির কাছে গ্রামের নিরীহ সাধারণ মানুষেরা পিছতে বাধ্য হয়েছে। কয়েকজন বিরোধী প্রার্থীর কাছে জিজ্ঞাসা করলেও তাঁরা মুখ খুলতে চাইনি।