বাগদাতে শুরু হল ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি
পারফেক্ট টাইম ওয়েব ডেক্স : আজ বেতনা মেলা কালী মায়ের মন্দিরে পূজো দিয়ে বাগদা গ্রাম পঞ্চায়েতে শুরু হল ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। গতকাল আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে বাগদার এমএলএ তথা বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিত দাস, পরিতোষ কুমার সাহা সহ আঞ্চলিক নেতৃত্ত্বগন এই কর্মসূচীর
শুভ উদ্বোধন করেন এবং তারই ধারাবাহিকতায় আজ বাগদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে এই কর্মসূচি রূপায়নে বেরিয়ে পড়লেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রাক্তন এমপি মমতা বালা ঠাকুর, জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা, পঞ্চায়েত সমিতির সহঃসভাপতি তরুন ঘোষ, পঞ্চায়েত প্রধান অঞ্জলি রায়,
অঞ্চল সভাপতি সঞ্জিত সর্দার, পঞ্চায়েত সমিতির সদস্যা শুক্লা মন্ডল, প্রতিমা বিশ্বাস, প্রতিমা রায়, মাধুরী সরকার, পঃ সঃ অমুল্য হালদার, কিংকর মন্ডল, সমাজ সেবক সজল রায়, গনেষ ঘোষ, স্বপন শিকদার, বিষ্ণু বিশ্বাস, স্বপন বিশ্বাস, প্রমূখরা বাড়ি বাড়ি পরিক্রমা করে জনসংযোগ, সাধারন মানুষের সমস্যা সমাধান করেন।
তাঁরা দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ, রাত্রি বাস ও রাতের খাওয়া দাওয়া সারেন, সেই সাথে বাগদা পুরাতন বাজারে করেন সান্ধ্য কালীন পথসভা।
সর্বশেষে গত দিনের মত সকালে দলীয় পতাকা উত্তলনের মাধ্যমে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির সমাপ্তি ঘটায়। উল্লেখ্য অদ্যকার কর্মসূচিতে দলীয় কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।