বাগদা ব্লকের বিভিন্ন স্থানে পালিত হল নেতাজির সুভাষ চন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী। সংবাদ এবার ছবিতেই —


(বাগদা বিডিও অফিস ও বাগদা পঞ্চায়েত সমিতি : নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৯তম জন্মদিনে বসলো নেতাজির আবক্ষ মূর্তি। বিশিষ্টব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বিধায়ক মধুপর্ণা ঠাকুর, পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল ও বিডিও প্রসুন প্রামাণিক, তৃণমূল কংগ্রেস নেতা পরিতোষ কুমার সাহা, অরুপ পাল, প্রতিমা বিশ্বাস, গৌতম মন্ডল, শুক্লা মন্ডল, আনারুল দফাদার প্রমূখ।)
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকের বিভিন্ন স্কুল, ক্লাব, সংগঠন, সরকারী অফিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী পালিত হয়।




(প্রাক্তন বিধায়ক দুলাল চন্দ্র বরের বিধায়ক : শতাধিক দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে নেতাজীর ১২৯তম জন্মজয়ন্তী পালিত হয়। সেইসাথে আয়োজন করা হয়েছিল এক বনভোজনের।)

(প্রগতি পাঠাগার, বাগদা)

(বাগদা ছাত্র সংঘ)

( বাগদার নেতাজী পল্লী ‘প্রজ্ঞা’ জুনিয়র ইংলিশ মিডিয়াম স্কুল)

(কোলা জুনিয়র হাইস্কুল)







