রাজ্য

বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম সীমান্তের রণঘাট, কুলিয়া ও কাশিপুরে

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :  বিএসএফের সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় বাগদা ব্লকের রণঘাট অঞ্চলে ৬৮ নং ব্যাটলিয়নের বিএসএফ আজ আয়োজন করে এক মেডিক্যাল ক্যাম্প। এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে  ৬৮ বিএন বিএসএফের টু-আইসি এ, রাজেন্দ্র,

ডিসি টি ভি কে রোশন, এসি এনএস চৌহান, ভিজিল্যান্সের অফিসারদের অংশ গ্রহনে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরে ফ্রি স্বাস্থ্য পরিসেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাঃ মেনকা ভারতী(সিএমও), ডঃ রাম কুমার(এসিএমও), সহ ইউনিটের মেডিকেল কর্মীরা।

এই নাগরিক কর্মসূচীতে উপস্থিত ছিলেন অঞ্চল প্রধান গণেশ রায়, উপ-প্রধান সম্রাট মন্ডল, সদস্য মাবুল বিশ্বাস, বিশ্বজিৎ মন্ডল, সমীর সাহা, বাসন্তী বাগ, কুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহঃ শিক্ষকগন সহ স্কুলের ১০০ জন ছাত্র-ছাত্রী।

বিএসএফ সুত্রে জানা যায়, এই সিভিক অ্যাকশন প্রোগ্রামে রণঘাট, কুলিয়া, কাশিপুরের প্রায় ৪০০ জন এই পরিসেবা গ্রহন করে। বাগদার সীমান্তবর্তী এলাকায় কর্মরত বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়ন সিভিক অ্যাকশন প্রোগ্রাম ২০২২-২০২৩-এ ২০০১৫২/= টাকা

মুল্যের বিভিন্ন প্রকার সামগ্রী এবং মেডিকেল ক্যাম্পে ৭৫০০০/= টাকার স্বাস্থ্য সামগ্রী ও ওষুধ পত্র বিতরণ সহ উল্লেখিত সীমান্তবাসীগনকে সর্বমোট ২৭৫১৫২/= টাকার সহযোগীতা প্রদান করা হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *