বিলুপ্ত প্রায় মাঘীমন্ডল ব্রত তথা বাঙালির সূর্য্য পুজা অনুষ্ঠিত মনোহরপুরে
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার দীপ্যমান সাহার সাথে ক্যামেরায় গৌরব কর্মকার : বাগদা ব্লকের রণঘাট গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামে বেশ ঘটা করেই উদযাপিত হল বিলুপ্ত প্রায় মাঘীমন্ডল ব্রত তথা বাঙালির সূর্য্য পুজা।
এই মাঘীমন্ডল ব্রত বাঙালী হিন্দু সম্প্রদায়ের কুমারী মেয়েদের উদযাপন যোগ্য মেয়েলি ব্রত গুলোর মধ্যে একটা অন্যতম ব্রত। পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার হিন্দু সম্প্রদায়ের কুমারী মেয়েরা পূরো মাঘ মাস যাবৎ এই ব্রত পালন শেষে মাঘী সংক্রান্তীতে মেয়েরা রীতিমতো কুলো পুরহিত কত্তৃক মন্ত্র উচ্চারণের মাধ্যমে
সূর্য্য পুজোর মন্ত্র পাঠ করে পূজোর নানা উপকরণ সহ প্রসাদের ডালা ও নৈবেদ্য সাজিয়ে আম বেল কাঠের হোমযজ্ঞ করে এই পূজার সমাপ্তি ঘটায় পুরোহিত। ব্রাহ্মণের আনুষ্ঠানিক পূজোর পর এক বিশেষ পূজোর গান গেতে গেতে পাড়ার মা-বোনেরা বেদীর চারপাশ ঘুরে ঘুরে নৃত্যের ভঙ্গিতে বেদী পরিক্রমা করেন।
তারপর মাঘী ব্রতের বিশেষ গীত পরিবেশন করতে করতে পূজোর মুল ঘটে ব্যবহৃত বেল, একাধিক মাটির দুর্বাস্তম্ভ ও ফল বিসর্জন দিতে চলে সঙ্গবদ্ধ গ্রামীন মা-বোনেরা।
গ্রাম বাংলার বয়স্ক মা, কাকীমা, ঠাকুমাদের বিশ্বাস এক মাস ব্যাপী নিষ্ঠার সাথে এই মাঘীব্রত তথা সূর্য্য পুজো করলে বিবাহযোগ্য কুমারী মেয়েদের উপযুক্ত স্বামী ও সু-পুত্র লাভ হয়।এই বিলুপ্ত প্রায় এই ব্রত উদযাপন অনুষ্ঠানে
বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক অনুপ বিশ্বাস, কুহু কেকা মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক প্রাক্তন শিক্ষক গোবিন্দ বিশ্বাস, পারফেক্ট টাইম নিউজ পোর্টালের সম্পাদক উত্তম কুমার সাহা, পঞ্চায়েত সমিতির সদস্যা প্রতিমা রায়, দীপালী ভক্ত, পুর্নিমা বৈরাগী, বাসন্তী মৃধা, পূজা ভক্ত, নবমিতা সরকার, দিয়া ও হিয়া মৃধা, কোয়েল মুদী, মৌসুমী গোলদার প্রমুখ।
এলাকার বয়স্ক মানুষেরা জানান, এককালে এই ব্রত কুমারী মেয়েরা খুবই নিষ্ঠার সাথে পালন করতো, কিন্তু বিগত ২৫\৩০ বছর তা কালের আবর্তে হারিয়ে গিয়েছিল। বর্তমানে এলাকার লোক সাংস্কৃতির ধারক ও বাহক শিক্ষক অনুপ বিশ্বাসের উদ্যোগে এবং তাঁর সর্ব্বাঙ্গীন সহযোগিতায় আবারও নতুন করে ফিরে এল।