আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরবিনোদনসাংস্কৃতিক অনুষ্ঠান

বিশপুর উচ্চ বিদ্যালয়ে আমরা অমলকান্তির নাট্য কর্মশালা

নীরেশ ভৌমিক : বসিরহাটের এনসিএম শিক্ষা নিকেতন স্কুলের পর টাকির আমরা অমলকান্তি নাট্য দলের উদ্যোগে গত ৪ মার্চ থেকে বিশপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় তিন দিনের এক নাট্য কর্মশালা। শিশু-কিশোরদের দ্বিতীয় পর্যায়ের এই নাটকের কর্মশালায় ৩৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

বিদ্যালয়ের সহশিক্ষক সুদীপ দত্তের পরিচালনায় ও শিক্ষিকা শ্রীপর্ণা বিশ্বাসের সক্রিয় সহযোগিতায় কর্মশালাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন আমরা অমলকান্তির সদস্য ও বিশিষ্ট নাট্যাভিনেতা মিন্টু পাল, সাম্পান বন্দ্যোপাধ্যায়, বিধানচন্দ্র মন্ডল ও সুমেধা বন্দ্যোপাধ্যায়।

প্রশিক্ষক’গণ শিক্ষার্থীদের নাটকের বিভিন্ন কলা কৌশল এর উপর প্রশিক্ষণ প্রদান করেন। সংস্থার সভাপতি ও নাট্য নির্দেশক সুদীপ্ত ব্যানার্জী জানান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিদ্যালয়ের শিশু কিশোর পড়ুয়াদের মানসিক বৌদ্ধিক ও শারীরিক এবং সাংস্কৃতিক প্রতিভার উন্নতির জন্য এই ধরনের নাট্য কর্মশালার যথেষ্ট গুরুত্ব রয়েছে।

কর্মশালায় নাটক ছাড়াও মূকাভিনয় ও নৃত্যের উপরও প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালা থেকে একটি মূকাভিনয় নাটকও প্রস্তুত হয়। কর্মশালা শেষে প্রশিক্ষনার্থী’গণের মধ্যে শংসাপত্র প্রদান করা হয়। নাট্য ব্যক্তিত্ব সুদীপ্ত বাবু জানান সংস্থার উদ্যোগে চলতি মাসেই মহাকুম্ভের আরও ৩ টি বিদ্যালয়ে নাটকের কর্মশালা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *