বুকভরা আশা আর এক গুচ্ছো অপুরনীয় স্বপ্নকে জীবন্ত সমাধি দিয়ে অকাল মৃত্যুর অদৃশ্য ঈশারায় সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেল শানু
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার গৌরব কর্মকারের সাথে ক্যমেরায় ওমর ফারুক : প্রতি রাতের মত গত রাতে মালিকের খামারের ব্রয়লার মুরগী তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে অস্বাভাবিক মৃত্যু হলো বাগদার এক তর তাজা যুবকের। ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী সাগরপুর গ্রামের এক ব্রয়লার মুরগীর খামারীর বাড়িতে। মৃত ওই যুবকের নাম শানু পাল (২৪)। পরিবারসূত্রে জানা যায়, মালিকের ব্রয়লার খামারে ঢুকে ষ্টান্ড ফ্যানে হাত দিতেই এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত নিকটস্থ বাগদা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে বাগদা থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সদাহাস্য এই কর্মবীর যুবকের অকাল মৃত্যু সংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়।
স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস। এলাকার আবাল বৃদ্ধ বনিতাদের হৃদয়ের অব্যাক্ত যন্ত্রনায় বাধাহীন গতিতে বেরিয়ে আসা চোখের জলে বিদায় জানায় তাদের আদরের শানুকে। বুকভরা আশা আর একগুচ্ছো অপুরনীয় স্বপ্নকে জীবন্ত সমাধি দিয়েই অকাল মৃত্যুর অদৃশ্য ঈশারায় সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেল শানু। যেন সারটা জীবন চোখের জল ফেলতেই রেখে গেল তার সদ্য বিবাহিত স্ত্রী, বাবা, মা, এক দাদা ও এক দিদি সহ অসংখ্য গুনগ্রাহীকে।