ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভুত বাগদা পুরাতন বাজারের ৪টা দোকান, ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লক্ষ

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভুত হয়েছে চার চারটি দোকান। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দম কলের ২টি ইঞ্জিন। প্রথম পর্যায়ে স্থানীয় মানুষ ও দম কলের প্রচেষ্টায় আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে আসে।

ঘটনাটি ঘটে আজ রাত ৯টার দিকে। আগুনে ভষ্মিভুত দোকানদারেরা যথাক্রমে সুজিত পালের ‘নিউ ফ্যাশন গার্মেন্টস’, তিমির বিশ্বাসের ‘বিশ্বাস টেলিনেট এন্ড মোবাইল’, কমলেশ বিশ্বাসের ‘বিশ্বাস সু হাউস'(উক্ত দোকান দু’টি একই ছাদের নিচে ছিল),

সাধন বিশ্বাসের ‘সেলুন’, নারায়ণ শর্ম্মার ‘সেলুন ও বিচলীর দোকান’। অপ্রত্যাশিত এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে।

বাজারের মাঝখানের এই অগ্নিকাণ্ডটি আর একটু বেশি রাতে সংঘটিত হলে ক্ষয়ক্ষতি মারাত্মক ও অপুরনীয় হতে পারতো। বৈদ্যুতিক শর্ট-সার্কিড থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান।









