ভারতবর্ষের সংবিধান এবং প্রজাতান্ত্রিক ঐতিহ্যের প্রতি সন্মান জানাতে বাগদা ব্লকের সর্ব্বত্রই দল মত নির্বিশেষে প্রজাতন্ত্র দিবস পালন
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : স্বাধীন ভারতবর্ষে ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতবর্ষের সংবিধান এবং প্রজাতান্ত্রিক ঐতিহ্যের প্রতি জনগণের সম্মান প্রদর্শনের একটি বিশেষ ঐতিহ্য এবং রীতি প্রচলিত রয়েছে। তারই ধারাবহিকতায় বাগদা ব্লকের সর্ব্বত্রই দল মত নির্বিশেষে প্রজাতন্ত্র দিবস পালনের খবর পাওয়া যাচ্ছে। আমাদের পারফেক্ট টাইম নিউজ পোর্টালের সংবাদদাতারা ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন যে, দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাগদা ব্লকের বিভিন্ন ক্লাব, সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও স্কুল গুলো অতি শ্রদ্ধার সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং পতাকা উত্তোলনের অব্যবহিত পরে জাতীয় সংগীত গেয়ে ভারতবর্ষের প্রজাতান্ত্রিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানায় তারা।
ঠিক এমন ভাবে প্রজাতন্ত্র দিবস উদযাপনের মাধ্যমে এই ২৬ শে জানুয়ারী রাজনৈতিক গুরুত্বের ঊর্ধ্বে উঠে একটি সামাজিক মেলবন্ধনের উৎসবে পরিণত হয়। এই প্রজাতন্ত্র দিবসে একে অপরের সাথে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার লক্ষ্যেই রাস্তার মোড়ে মোড়ে উত্তোলিত হয় দেশের জাতীয় পতাকা, ধ্বনিত হয় জাতীয় সংগীত। ছোট ছোট শিশুদের মাঝে চকলেট, মিষ্টি ইত্যাদি বিলি করে গড়ে তোলা হয় সম্প্রীতির অনবদ্য মেলবন্ধন। এলাকা ঘুরে ঘুরে আমাদের সাংবাদিকদের তুলে আনা বাগদা ব্লকে প্রজাতন্ত্র দিবস উদযাপনের কিছু আলোকচিত্র তুলে ধরা হল।