ভারতের ৭৫ তম সাধারণ তন্ত্র দিবস পালন করলো গোবরডাঙ্গার রবীন্দ্র নাট্য সংস্থা
নীরেশ ভৌমিক : রবীন্দ্র নাট্য সংস্থা গোবরডাঙ্গার উদ্দোগে বিপুল উদ্দীপনার মধ্যেদিয়ে সাড়ম্বরে পালিত হলো ভারতের ৭৫ তম সাধারণ তন্ত্র দিবস ও দেশ মাতৃকা বন্দনা।
অনুষ্ঠানের প্রথমেই সংস্থার শিল্পীদের জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে ও জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য্য।
ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করেন দেবশ্রী মুখার্জী, সন্দীপন মান্না, সমীর দাস, পলাশ মণ্ডল, প্রদীপ ভট্টাচার্য্য অসীমা মুখার্জী সহ রবীন্দ্র নাট্য সংস্থার সকল নাট্য শিল্পীরা।
অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ ভট্টাচার্য্য। পলাশ মণ্ডল ও প্রদীপ ভট্টাচার্য্য। সংস্থার পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য্য তাঁর বক্তব্যে বলেন দেশের প্রতি দায়বদ্ধতা, ভক্তি ও ভালোবাসা গড়ে তুলতেই প্রজাতন্ত্র দিবস পালনে উদ্দাগী হন রবীন্দ্র নাট্য সংস্থা।
অনুষ্ঠানে আবৃত্তি করেন সাধনা মজুমদার। অনুষ্ঠানে দেশত্ব বোধক নৃত্য কোলাজ পরিবেশন করে ক্ষুদে শিল্পীরা, আলোকবর্তিকা ভট্টাচার্য্য, অঞ্জলী মৃধা, অর্পিতা পাল, শ্রেয়সী ঘোষ, দিয়া মিস্ত্রি, নৃত্য পরচালনা করেন সংস্থার নৃত্য শিক্ষিকা ঋতুপর্ণা মুখার্জী।