ভিজিল্যান্স সপ্তাহে বিএসএফের কলকাতা সেক্টরের জওয়ানদের সচেতনতা মূলক নানা কর্মসূচী
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রতি বছরের ন্যায় এ বছরেও বিএসএফের ভিজিল্যান্স সপ্তাহে সারা দেশের মত বিএসএফের কলকাতা সেক্টরের জওয়ানদের লাগাতার সচেতনতা মূলক প্রচার চালিয়ে যাওয়ার খবর পাওয়া গেল।
সমাজকে দুর্নিতী মুক্ত করতে এবং সমাজ থেকে ভ্রষ্টাচার ধ্বংস করতে বিএসএফের কলকাতা সেক্টরের পক্ষ থেকে অনবরত সচেতনতা মূলক প্রচার চালিয়ে যাচ্ছে।
আজ রেল ষ্টেশন, স্কুল, কলেজ, গ্রামসভা সহ নানা জায়গায় এই সচেতনতা মূলক কর্মসূচী পালন করে বিএসএফের কলকাতা সেক্টরের জওয়ানরা।
যাতে সমাজ থেকে ভ্রষ্টাচার একেবারে নির্মূল করা যায় সে জন্য বিএসএফের কলকাতা সেক্টর সহ তাদের অধীনের সকল বিএসএফ জওয়ানদের চেষ্টা অব্যহত রয়েছে।
সাধারন মানুষজনদের এ ব্যাপারে সচেতন করতে ব্যানার ফেষ্টুন ও পোষ্টার লাগিয়ে গত ৩০শে অক্টোবর থেকে শুরু করে ৫ই নভেম্বর পর্যন্ত বিএসএফের কলকাতা সেক্টরের ১৫০ জন জওয়ানরা পদযাত্রা সহ বিভিন্ন প্রকার সচেতনতা মূলক কর্মসূচী চালিয়ে যাচ্ছে বলে বিএসএফ সূত্রে প্রকাশ।