মছলন্দপুর ইমন মাইম সেন্টার মূকাভিনয় ও নাটক পরিবেশন করে ফিরল বাংলাদেশ থেকে
নীরেশ ভৌমিক : সম্প্রতি বাংলাদেশে মূকাভিনয় ও নাটক পরিবেশন করে ফিরল মছলন্দপুর ইমন মাইম সেন্টার। গত ৪জুলাই কুমিল্লা গার্ডেন থিয়েটার এবং ৫জুলাই থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তারা পরিবেশন করল ধীরাজ হাওলাদার-এর নির্দেশনায় মূকাভিনয় “একটি গাছ একটি প্রাণ”, “পকেটমার” ও “দেখা” এবং জীবন অধিকারী-র নির্দেশনায় নাটক “যুযুধান”।
৪জুলাই সন্ধ্যায় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লায় গার্ডেন থিয়েটারের ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত নাট্য উৎসবের দ্বিতীয় পর্যায়ে মঞ্চস্থ হয় ইমনের বন্ধুদের মূকাভিনয়। বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা বশিরুল হক আনোয়ার, গার্ডেন থিয়েটারের কর্ণধার আতিকুর রহমান সুজন সহ উপস্থিত সমস্ত অতিথি ও দর্শকগণ ইমনের মূকাভিনয়ের প্রশংসা করেন।
এর পরের দিন অর্থাৎ ৫জুলাই থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক নাট্য উৎসবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মঞ্চস্থ হল মছলন্দপুর ইমন মাইম সেন্টারের নাটক “যুযুধান” এবং তারপর ছিল মূকাভিনয়ের মঞ্চায়ন।
একদল বিক্রীত বুদ্ধিজীবী কিভাবে সাধারণ মানুষকে ছলে বলে কৌশলে বিপথে চালনা করে বিচ্ছিন্ন করছে ও বিভিন্নভাবে মুনাফা অর্জন করছে এবং মানুষ কিভাবে একজোট হয়ে এই চক্রান্ত প্রতিহত করতে পারে সেকথাই উঠে এসেছে জীবন অধিকারী নির্দেশিত ও অভিনীত মৃণাল মুখোপাধ্যায়-এর “যুযুধান” নাটকে। নাটকে অভিনয়ে নজর কাড়েন অনুপ মল্লিক, শ্রেয়া দাস ও জয়ন্ত সাহা।
এছাড়াও এদিন মঞ্চস্থ হয় ধীরাজ হাওলাদার নির্দেশিত দুটি মূকাভিনয় “একটি গাছ একটি প্রাণ” ও “দেখা”। মূকাভিনয়ে বিষ্ণু রায়, লাল্টু সেন দর্শকদের মন জয় করেন। উপস্থিত অতিথি থেকে শুরু করে সমস্ত দর্শক সমস্ত প্রযোজনা গুলির উচ্ছসিত প্রশংসা করেন। সব মিলিয়ে মছলন্দপুর ইমন মাইম সেন্টার একটি আনন্দপূর্ণ, সুন্দর ও সাফল্যমণ্ডিত থিয়েটারি বাংলাদেশ সফর সম্পুর্ণ করল।