মছলন্দপুরে ভেন্ডার সমিতির বস্ত্র দান
নীরেশ ভৌমিক : বিগত বছরের মতো এবারও শারদীয়া উৎসবের প্রাক্কালে বস্ত্রদান কর্মসূচীর আয়োজন করে মছলন্দপুর ভেন্ডার সমিতি কর্তৃপক্ষ। মহালয়ায় কালী মায়ের পূজো অন্তে প্রসাদ বিতরণ এবং মহিলাদের মধ্যে নতুন কাপড় বিতরণ করা হয়।
গত ৪ অক্টোবর সমিতির সভাপতি বিশিষ্ট সমাজকর্মী সুব্রত দে’র আহবানে বহু বিশিষ্ট ব্যক্তি জনপ্রতিনিধি এবং সেই সঙ্গে পুলিশ প্রশাসনের আধিকারিক’গণও উপস্থিত হন। সভাপতি সুব্রত বাবু সকলকে অভিনন্দন জানান।
সদস্য’গণ সকলকে পুষ্পস্তবক, ব্যাজ ও উত্তরীয় প্রদানে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ সুব্রত বাবু সহ ভেন্ডার সমিতি কর্তৃপক্ষের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
এদিন এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত কয়েকশো দুঃস্থ ও বন্যা দুর্গত মহিলার হাতে নতুন কাপড় তুলে দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ। দূর্গা পুজো ও উৎসবের প্রাক্কালে নতুন বস্ত্র পেয়ে অতিশয় খুশি হতদরিদ্র পরিবারের দুর্গত মানুষজন।