আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউদ্বোধনউৎসবজেলার খবরনাট্যানুষ্ঠানপ্রতিভার সন্ধানেবিনোদনসর্ম্বধনাসাংস্কৃতিক অনুষ্ঠান

মছলন্দপুরে মিলনীর লোকসংস্কৃতি উৎসবে নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ১০ ডিসেম্বর অপরাহ্নে মহিলা ঢাকীদের ঢাক বাজনা,ফানুস ও পায়রা ওড়ানো এবং আতশবাজির রোশনাই এর মধ্য দিয়ে ক্লাব পতাকা উত্তোলন করেন ক্লাব সভাপতি অরুন মুখার্জী।

সন্ধ্যায় ফিতে কেটে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে ১২ দিনব্যাপী মিলনী ক্লাব আয়োজিত মছলন্দপুরের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি উৎসব ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ এর জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ সাংস্কৃতিপ্রেমী অজিত সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন গোবরডাঙ্গার পৌর প্রধান শংকর দত্ত, স্থানীয় ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা মহুয়া দাস, মছলন্দপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ অভিষেক হালদার, মছলন্দপুর ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান যথাক্রমে কল্পনা বোস

ও শিরিষ বিশ্বাস, রাউতারা জিপির প্রধান মানবকল্যাণ মজুমদার, সমাজসেবি সুব্রত দে, গোপাল সাহা, পঞ্চায়েত সমিতির সদস্য ভক্ত দাস, মছলন্দপুর শক্তিমান ক্লাবের অন্যতম কর্ণধার হীরালাল মজুমদার প্রমূখ।ক্লাব সদস্যাগণ উপস্থিত সকলকে পুষ্পস্তবক, ব্যাচ ও উত্তরীয় প্রদানে বরণ করে নেন।

উদ্বোধক শ্রী সাহা সহ উপস্থিত সকলে তাঁদের বক্তব্যে সুস্থ-সংস্কৃতির চর্চা ও প্রসারে এবং সেইসঙ্গে আকর্ষণীয় এই মেলার আয়োজক মিলনী সংঘের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। উদ্বোধক অজিত বাবু এদিন মছলন্দপুরের সকল ক্লাব সংগঠনের যৌথ উদ্যোগে মিলনমেলা এবং সেই সঙ্গে পুষ্প প্রদর্শনীর আয়োজন করার প্রস্তাব দেন।

উদ্যোক্তারা এদিন মঞ্চ থেকে জাতীয় দলের ফুটবল খেলোয়াড় মছলন্দপুরের চাঁতরার বাসিন্দা রাজরূপ সরকারকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক বিকাশ সাহা জানান, ২৯ তম বর্ষের এই উৎসব ও মেলা প্রাঙ্গণের আলোকজ্জ্বল মঞ্চে প্রতিদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সংগীত, নৃত্য নাটক, আবৃত্তি, মূকাভিনয়, যোগাসন এবং প্লে-ব্যাক সিঙ্গার রুপঙ্করের সঙ্গীতানুষ্ঠান এবং শেষ দিনে রয়েছে সুপার সিঙ্গার ও জি-বাংলা সারেগামাপা খ্যাত শিল্পীদের বিচিত্রানুষ্ঠান।

অন্যতম সংগঠক অনুপ মুখার্জী ও রূপঙ্কর চক্রবর্তী প্রমূখ ক্লাব সদস্য’গণের আন্তরিক প্রয়াস এবং স্বনামধন্য সঞ্চালিকা প্রিয়া রাহার সুচারু সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রতিদিন অপরাহ্ন থেকে অগণিত সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা ও উৎসব প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। মেলা চলবে ২১ ডিসেম্বর অবধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *