মজা পুকুর থেকে উদ্ধার হল নিখোঁজ যুবকের লাশ।
পারফেক্ট টাইম রিপোর্টার গৌরব কর্মকার : ঈবাড়ির পাশের এক মজা পুকুর থেকে গতকার উদ্ধার হল যুবকের লাশ। জানা গেছে উক্ত যুবকের নাম রামকৃষ্ণ মন্ডল সে পেশায় একজন আলু ব্যবসায়ী। বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাড়ি বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের কুড়ুলিয়া গ্রামে। মৃত রামকৃষ্ণ মন্ডল গত ২৫শে ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। এলাকাবাসী সুত্রে জানা যায় ওই দিন দুপুরে সে বন্ধুদের সাথে পিকনিক করেছে এবং সন্ধ্যায় এক কালীপুজোর নিমন্ত্রণ সেরে রাতে নাকি তার বন্ধুরা তাকে বাড়ির নিকটে ছেড়েও দিয়েছিল। গ্রামবাসীরা জানিয়েছেন যুবকটি খুবই সৎ ছিল সেকারনে এলাকার সবার সাথেও তার সুসম্পর্ক ছিল। তবে সে নিয়মিত মদপান করতো। সেকারনে সংসারে অশান্তি লেগেই থাকতো। গতকাল বাড়ির পাশের পচা ডোবায় তার লাশ ভেসে উঠার খবর পেয়ে বাগদা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।