মধুপুর বর্ডার রোডে কলাই ঝাড়াইয়ের জেরে রাস্তা অবরুদ্ধ, বিপাকে যাত্রীরা
পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : ভারত–বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মধুপুর গ্রামের মধুপুর বর্ডার রোডে গত বুধবার সকালে চরম ভোগান্তির সৃষ্টি হয়। রাস্তার ওপরেই যান্ত্রিক কলাই ঝাড়াই শুরু করায় পথ অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে টোটো, মোটরবাইক থেকে শুরু করে সাধারণ যাত্রীবাহী গাড়িগুলিও দীর্ঘক্ষণ আটকে থাকে। ঘটনাস্থলে দেখা যায়, রাস্তার মাঝখানে থ্রেশার মেশিন বসিয়ে শ্রমিকেরা কাজ করছেন।

চারদিকে ছড়িয়ে পড়ছে কলাই এর আঁশ, ধুলোবালি ও আবর্জনা। পুরো রাস্তার আধখানা জায়গা দখল করে থাকা মেশিন ও তার চারপাশে রাখা বস্তা, কলাই এর পাতা ও নোংরা উপকরণের কারণে স্বাভাবিক যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, গ্রামটির নাম মধুপুর, এবং এই মধুপুর বর্ডার রোড এলাকায় প্রায়ই কৃষিকাজের কারণে যান চলাচল ব্যাহত হয়।

এক মোটরবাইক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা গ্রামের প্রধান রাস্তা। প্রতিদিন মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে। আজ প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকতে হল। রাস্তা ব্লক করে এভাবে কাজ করা উচিত নয়।” অন্যদিকে এক টোটো চালক জানান, “গাড়ি নিয়ে এগোতেই পারছিলাম না। দু’দিকে যানজট তৈরি হয়ে গিয়েছিল।”

স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে ফাঁকা জায়গা থাকলেও বারবার রাস্তার উপরেই এই ধরনের কৃষিকাজ করা হয়, যা একেবারেই অনুচিত। সীমান্তসংলগ্ন এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও নজরদারির অভাবে প্রতিনিয়তই এমন পরিস্থিতি তৈরি হয়।









