মহা-সমারোহে অনুষ্ঠিত চাঁদপাড়া বাণী বিদ্যাবীথি প্রাথমিক বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

নীরেশ ভৌমিক : বিগত বছর গুলির মত এবারও গত ১৪ ফেব্রুয়ারি সাড়ম্বরে অনুষ্ঠিত হল চাঁদপাড়া বাণী বিদ্যাবীথি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন সকালে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে বিদ্যালয়ের ৩৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বর্ষিয়ান শিক্ষিকা মিনতী রায় ও সাংবাদিক সরোজ কান্তি চক্রবর্তী।

বিদ্যালয় পরিচালক সমিতির সভাপতি শান্তিপদ বিশ্বাসের পৌরহিত্যে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস, শিক্ষানুরাগি শুকদেব সাহা প্রমুখ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ ভট্টাচার্য উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

বিশিষ্টজনদের ব্যাচ ও পুষ্পস্তবকে বরণ করেন শিক্ষক শিক্ষিকা’গণ। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে লেখাপড়ার সাথে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে “ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা” সংগীতের সাথে সমবেত নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রীরা।

কুচকাওয়াজ ও প্যারেড প্রদর্শন করে শিক্ষার্থীগণ। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ঋষভ সাহার শপথ বাক্য পাঠ এবং সভাপতি শ্রী বিশ্বাসের অনুমতি ক্রমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বাঁশি বাজিয়ে ছাত্রদের দৌড় প্রতিযোগিতা সূচনা করেন চাঁদপাড়ার প্রধান দীপক দাস।

ক্রীড়া শিক্ষক সন্তূ চক্রবর্তী, অলক দাস ও প্রবীণ শিক্ষক শতদল দেব সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা’গণের আন্তরিক উদ্যোগে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় পড়ুয়ারা দৌড়, ককফাইট, রাজা রানী এবং শিশুদের বিস্কুট দৌড় ইত্যাদি ২৪টি প্রতিযোগিতায় অংশ নেয়।

সবশেষে সকলের জন্য ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতা বহু প্রতিযোগীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীগণের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং সমবেত অভিভাবক’গণের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।







