মহালয়ায় মুকুলিকার গানের স্কুলে নানা অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : বিগত বৎসরগুলির মত এবারও দুর্গাপুজো ও শারদোৎসবের প্রাক্কালে বস্ত্র বিতরণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতির শহর গোবরডাঙ্গার অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান মুকুলিকা গানের স্কুল কর্তৃপক্ষ।
গত ২ অক্টোবর মহালয়ার পুণ্য দিনের সকালে এলাকার ছোট-ছোট শিক্ষার্থীদের বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় দিনভর আয়োজিত নানা অনুষ্ঠানের।মধ্যাহ্নে বস্ত্র প্রদান অনুষ্ঠানের সূচনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বর্ষিয়ান সমাজকর্মী কালিপদ সরকার।
ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শঙ্খব্রত বিশ্বাস, সোমা মজুমদার, শিক্ষাব্রতী ডঃ সুনীল বিশ্বাস, আস্তিক মজুমদার প্রমুখ। মুকুলিকার কর্ণধার বিশিষ্ট সংগীত শিক্ষিকা অনিমা দাস উপস্থিত সকলকে অভিনন্দন জানান।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ দুঃস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান। মুকুলিকার পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়।
অপরাহ্নে অনুষ্ঠান মঞ্চ থেকে পুরস্কার বিতরণ শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংস্থার সদস্য’গণ সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। সবশেষে পরিবেশিত হয় স্থানীয় খাঁটুরা চিত্তপট প্রযোজিত মঞ্চ সফল নাটক ‘ষোল পাতা’।
নানা অনুষ্ঠানে ও বহু সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে মুকুলিকা গানের স্কুল আয়োজিত এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।