খেলাজেলার খবর

মহাসমারোহে অনুষ্ঠিত গাইঘাটা পূর্ব চক্রের প্রাথমিক পড়ুয়াদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নীরেশ ভৌমিক : গত ২০ জানুয়ারি চাঁদপাড়ার ঢাকুরিয়া হাই স্কুল মাঠে উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পৃষ্ঠপোষকতায় মহাসমারোহে অনুষ্ঠিত হয় গাইঘাটা পূর্বচক্রের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

এদিন সকালে সুসজ্জিত বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় ও চক্রের পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জোলন, রাজ্য সংগীত পরিবেশন, পায়রা ওড়ানো ও ক্রীড়া প্রতিযোগীগনের শপথ বাক্য পাঠ, মশাল প্রোজ্জ্বলন, আতশবাজির রোশনাই ও ব্যান্ডের বাজনার সাথে মাঠ প্রদক্ষিণ এবং

পড়ুয়াদের যোগা প্রদর্শনী ও দেশাত্মবোধক সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় চক্র আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গাইঘাটা পূর্বচক্রের বিদ্যালয় পরিদর্শক বিদিশা দাস, ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

ডঃ অনুপম দে, সহ প্রধান শিক্ষক চম্পক সরকার, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, শিক্ষা ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, শিক্ষানুরাগী বিভাস ঘোষ প্রমুখ। ছিলেন চক্রের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহশিক্ষক শিক্ষিকাগণ।

ক্রীড়া প্রতিযোগিতার কো-অর্ডিনেটর বিশিষ্ট শিক্ষক স্বপন পাঠক উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে আসেন ব্লকের নবাগত বিডিও নীলাদ্রি সরকার।

সকলেই তাঁদের বক্তব্যে খেলাধুলো ও শরীর চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন এবং সেই সঙ্গে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য কামনা করেন।

গাইঘাটা পূর্বচক্রের অন্তর্ভুক্ত গাইঘাটা ব্লকের ৭টি অঞ্চলে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াগণ এদিনের আয়োজিত ৩৪ টি প্রতিযোগিতায় অংশ নেয়। স্কিপিং, বস্তা দৌড়, কক ফাইট, উচ্চ লম্ফন সহ বিভিন্ন প্রতিযোগিতা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টকে ঘিরে কচি-কাঁচা পড়ুয়াদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা চোখে পড়ে। অপরাহ্নে বিডিও নীলাদ্রি বাবু বিদ্যালয় পরিদর্শক শ্রীমতি দাস সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষক-শিক্ষিকাগণ সফল প্রতিযোগীগণের হাতে আকর্ষণীয় পুরস্কার ও শংসাপত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান। অন্যতম পরিচালক প্রধান শিক্ষক স্বপন পাঠক জানান,

আজকের এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শুধুমাত্র প্রথম স্থান অধিকারী প্রতিযোগীগণ বনগাঁর গোপালনগরে আয়োজিত মহকুমা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। চক্রের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণের আন্তরিক উদ্যোগে এদিনের আয়োজিত ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *