কাশীপুর জামে মসজিদের পাশে মাদ্রাসা উদ্বোধন
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে জহিরুল ইসলাম : রণঘাট, আজ বাগদা ব্লকের রনঘাট পঞ্চায়েতের অধীন কাশীপুর গ্রামের জামে মসজিদের পাশে উদ্বোধন হল এক মাদ্রাসার।
জানা গেছে উক্ত মাদ্রাসার নামকরন করা হয়েছে ‘কাশীপুর সিদ্দিকীয়া তালিমুল কোরআন’। স্থানীয় মুসল্লীগনের উপস্থিতিতে মাদ্রাসাটির শুভ উদ্বোধন করেন,
মাওলানা ইয়াকুর সাহেব, মাওলানা মোশারেফ হোসেন, কাশীপুর জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম প্রমূখ।