রাজনৈতিক দলের খবর।

ভোটের মুখে রণঘাটে অন্য দল থেকে সিপিএমে যোগদান

পারফেক্ট টাইম ওয়েব ডেক্স : বাগদা ব্লকের রণঘাট অঞ্চলের রণঘাট গ্রামে প্রাক্তন উপপ্রধান রমেশ বাগের নেতৃত্বে গত বুধবার বিকালে তৃনমুল কংগ্রেস থেকে শতাধিক লোক সিপিআইএমে যোগদান করলেন বলে দাবী সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক কমঃ সুশান্ত চক্রবর্তীর।

যোগদানকারীদের বক্তব্য, তারা শাসক দলের নেতাদের বিভিন্ন প্রকার অন্যায় কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে কমঃ কবিতা হালদারের হাত থেকে সিপিআইএমের দলীয় পতাকা গ্রহন করে তৃনমুল কংগ্রেস ত্যাগ করে সিপিআইএমে যোগদান করলেন। এই যোগদান অনুষ্ঠানে সিপিআইএমের বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কমঃ কবিতা হালদার, কমঃ সুশান্ত চক্রবর্তী, কমঃ মতিয়ার মন্ডল, গনপতি বিশ্বাস, রাতুল তরফদার, সুব্রত রায় প্রমূখ।

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগ মূহুর্তে শাসক দলে এই ভাঙন উধ্বর্তন রাজনৈতিক নেত্রবৃন্দের মাথা ব্যাথার কারন হবে বলে মনে করছেন এলাকার বুদ্ধিজীবিরা। এ ব্যাপারে রনঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান গনেষ রায় বলেন, রমেশ বাগ খুব লোভী লোক, সে তৃনমুল কংগ্রেসের টিকিটে জিতে একবার উপপ্রধান হয়েছিল। পরের নির্বাচনে সে ফেল করে।

তারপর তৃনমুল টিকিট দেবেনা বলে বিজেপিতে জয়েন্ট করে কিন্ত বিজেপি থেকে টিকিট পাবেনা নিশ্চিত হয়ে টিকিটের লোভেই এবার সিপিআইএমে যোগদান করলো। আর রমেশ বাগের পিছনে কোন লোকজন নেই, শতাধিক লোকের যোগদানের খবর সত্য নয়। ওই পুরনো ২\৫ জন সিপিআইএম কর্মী নিয়ে এদিন বামেদের যোগদান অনুষ্ঠান হয়। এতে দলের কোন ক্ষতি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *