গ্রামের খবর

রণঘাটে প্রধান মন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরীতে দুর্নীতির অভিযোগে ডেপুটেশন বিডিওতে

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে গৌরব কর্মকারের সাথে ক্যামেরায় এম, বিশ্বাস : রণঘাটে প্রধান মন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরীতে দুর্নীতির অভিযোগে আজ সন্ধ্যায় বিডিওতে ডেপুটেশন দিল রণঘাটের গরীব মুসলমান, মৎস্য জীবি পাড়ুই, ছিন্নমূল নমঃশুদ্র, ক্ষেতমজুর ও চাষী সম্প্রদায়েরা। আজ বিডিওতে তারা লিখিত ভাবে জানান, যে সকল ব্যাক্তির নাম কাটা গেছে, তাদের নাম পুনঃতালিকাভুক্ত করা হোক।

তাদের অভিযোগ,উক্ত তালিকায় মূল তদন্তের দায়িত্বে ছিলেন পুরদহ এলাকার অঙ্গনওয়াড়ী কর্মী শীলা হীরা ও আশা কর্মী উমা মণ্ডল। স্পেশাল ট্রেনিং প্রাপ্ত এই শীলা ও উমা রাণীর মত তদন্তকারীরা তাদের কলমের খোঁচায় গোটা রণঘাট অঞ্চলের প্রায় ৩৬০ টারও অধিক গরীব পরিবারের মাথা গোজার ঠাই টুকু কেড়ে নিয়ে দায় চাপাচ্ছে পঞ্চায়েত ও বিডিও এর ঘাড়ে।

এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে এসকল বঞ্চিত মানুষদের মধ্যে। অভিযোগকারীদের দাবী বর্তমান তালিকায় এক বাড়ীতে বাবা-ছেলে দিয়ে চারজনের নাম রয়েছে, পাকাবাড়ী, চারচাকা গাড়ী, তিনচাকা গাড়ী, মোটর সাইকেল আছে তাদেরও নাম রয়েছে অথচ বাদ পড়েছে অসংখ্য দিন আনা দিন খাওয়া গরীব দিনমজুরদের নাম। বঞ্চিতরা এই ডেপুটেশনের মাধ্যমে বিডিও সাহেবকে ঘটনাটির সঠিক তদন্ত পূর্ব্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আর্জি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *