উৎসবজেলার খবরসাহিত্য ও সংস্কৃতি।

রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে আয়োজিত হল দেবী সরস্বতীর আরাধনা

নীরেশ ভৌমিক: রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছিল বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। এই পুজোকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও সান্ধ্যকালীন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংস্থার কর্ণধার তথা সভাপতি শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য তিনি অনুষ্ঠানের শুরুতে বলেন সংস্থা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তিনি আরও বলেন কিছু অপসংস্কৃতি ধ্বজা ধারী, অসুস্থ মস্তিষ্কের ছেলে মেয়েরা সংস্কৃতি মন্ত্রকে মিথ্যা অভিযোগ জানিয়ে সংস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে, আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। অনুষ্ঠানে উপস্থিত সকল অথিতি বৃন্দ সংস্থার সঙ্গে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরোজ চক্রবর্তী, নিরেশ ভৌমিক, পাঁচুগোপাল হাজরা, স্বপনকুমার বলা, প্রবীর হালদার, ধীরাজ রায়, নবকুমার বিশ্বাস।আবৃত্তি পরিবেশন করেন পলাশ মণ্ডল, সাধনা মজুমদার, শুভ বিশ্বাস।নৃত্য পরিবেশন করে আলোকবর্তিকা ভট্টাচার্য্য, অহনা দেবনাথ, শ্রেয়সী রায়,অর্পিতা পাল, অঞ্জলী মৃধা, আলোকবর্তিকা ভট্টাচার্য্য এবং ঋতুপর্ণা মুখার্জী। সঙ্গীত পরিবেশন করেন প্রবীর হালদার, আলোকানন্দ বসু।সব শেষে পরিবেশিত হয় ছোটদের দ্বারা নির্মিত নাটক “কংশ বধ পালা”, রচনা ও পরিচালনা বিশ্বনাথ ভট্টাচার্য। অভিনয় করে ইরফান মণ্ডল, আদি দাস, পাপান দাস, অর্ণব চৌধুরী, সায়নী পাল, সৃঞ্জয় বসু, সৃজিত মণ্ডল, রাজশ্রী দাস, অঞ্জলী মৃধা, শ্রেয়সী ঘোষ, সৈকত পাইক, শর্মিষ্ঠা রায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে অভীপ্সা দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *