রেশনের দোকান থেকে মদ বিক্রি করার আবেদন রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের(AIFPSDF) তরফে কেন্দ্রের খাদ্যমন্ত্রকের সচিব সুধাংশু পাণ্ডেকে চিঠি দিয়ে রেশনের দোকান থেকে মদ বিক্রি করার আবদার জানিয়েছেন বলে জানা গেছে। কমিশন কম থাকায় রেশন বিক্রি করে তাঁরা নাকি সেভাবে লাভের মুখ দেখতে পাচ্ছেন না। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের অনুমান পুজোর আগেই বন্ধ হয়ে যেতে চলেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। তাই তাঁদের আয় আরও কমে যাবে।
এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষনা মতে চালু হয়েছে ‘দুয়ারে রেশন’ পরিষেবা। যদিও এই পরিষেবা দেওয়া নিয়ে প্রথম থেকেই তীব্র আপত্তি তুলেছিলেন রেশন ডিলারদের একাংশ। শুধু তাই নয়, তাঁরা এই পরিষেবা বাতিল করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন তারা। কিন্তু কার্য্যত সেখানেও সুরাহা পাননি তারা। রাজ্য ও দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেতে হয় রেশন ডিলারদের। মুখ্যমন্ত্রীর ঘোষিত পরিষেবাকেই অগ্রাধিকার দেয় আদালত। তার জেরে বাংলার মানুষ এখনও ঘরে বসেই রেশনের সামগ্রী পাচ্ছেন। কমিশন কম,তাই মুনাফাও কম, তাই তাঁরা রেশনের দোকান থেকে মদ বিক্রি করতে চাইছেন, কেননা তাতে লাভের মুখ দেখাবে ডিলারদের।
পাশাপাশি রেশনের দোকান থেকে মদ বিক্রি হলে রাজ্য সরকারেরও আয় বাড়বে। রেশন ডিলারদের এই দাবী সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। রেশনের দোকান থেকে মদ বিক্রির ব্যপারে রেশন ডিলারদের একাংশের মানসিকতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের এই আর্জি আদৌ মোদী সরকার গ্রহণ করবে কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে।